এই কিছুদিন সাউথের মুভি দেখা হচ্ছে না। ব্যাস্ত আছি কুরিয়ান থ্রিলাম মুভি নিয়ে। আজকে আপনাদের সামনে কুরিয়ান আমার দেখা সেরা ৩ টি থ্রিলার মুভি নিয়ে অল্প কথা বলব। কিছু মুভি দেখলে আপনি ২-৩ ঘন্টা আপনাকে ভাবাবে। কিন্তু আমি যে তিনটা মুভির কথা বলব এই মুভিগুলো আপনাকে ২-৩ মাস ভাবাবে। মাথা হ্যাং হবে। বেশী কথা না বলে মুভিতে চলে যাওয়া যাক।
নো মার্সি(2010): নো মার্সি মুভি দেখেনি এমন থ্রিলার প্রেমি এখানে আছে কিনা আমার জানা নাই। আমার জীবনে দেখা অন্যতম সেরা থ্রিলার মুভি। এক ফরেসসিক ডাক্তার যে কিনা তার চাকরি জীবন থেকে অবসর নিবে। কিন্তু এলাকায় একটা মেয়ের ৬ টুকরু করা লাশ পাওয়া যায়। তার পর ঘটানাস্থলের আলামতে উপর বৃত্তি করে খুনিকে ধরা হয়। এ দিক দিয়ে আবার ডাক্তারের মেয়েকে কিডনাপ করে খুনি। তারপর জেলের ভিতর খুনি ডাক্তারকে শর্ত দেয় তাকে যাদি এখান থেকে না বের করা হয় তাহেলে তার মেয়েকে খুন করা হবে। এই কথাগুলো ডাক্তার আর খুনির ভিতরে থাকে। ডাক্তার কি মেয়েকে বাচানোর জন্য খুনিকে বের করবে? বের করলেও কি ভাবে করবে? মুভিতে ডাক্তারের প্রতি খুনিটা কঠিন এক প্রতিশোধ নেয় আবারো বলছি কঠিন প্রতিশোধ । যা দেখলে আপনার মাথা হ্যাং হবে। মানাসিক ভাবে অসুস্থও হতে পারেন। কি সেই প্রতিশোধ দেখতে হলে আপনা মুভিটি দেখতে হবে।
নোট: মুভিটির সেন্সর ১৮+। হার্ড দুর্বল লোক এই মুভি দেখবে না প্লিজ। পরিবারের সাথে দেখবেন না।
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/No_Mercy_(2010_film)
ওল্ড ম্যান(2003): মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ টি পুসষ্কার পেয়েছে। নো মার্সির মত ওল্ড ম্যান কুরিয়ান থ্রিলাম মুভি। এক মদ্যপ লোক যাকে কিডন্যাপার ধরে নিয়ে এক মাস - ২ মাস - ৩ মাস - ১ বছর -১০ বছর পনের বছর আটকে রাখে। সে নিজেও জানে না কেন তাকে আটকে রাখা হয়েছে। তার রুমে একটা টিভি ছিল একদিন খবরে দেখে তার বউ এবং মেয়ের খুন হয়েছে যেখানে তার হাতে ছাপ পাওয়া গেছে। সে কিছু বুজতে পারে না । কে তার সাথে এমন করছে। কেন করছে। তারপর সে তার জীবনে সকল পাপ কাজ লিখতে থাকে । তার পরও সে বুজতে পারে না কোন পাপের জন্য তাকে এখানে আটকে রাখা হয়েছে। তার পর পনের বছর পর তাকে ছাড়া হয় । সে প্রতিশোধের নেশায় জ্বলতে থাকে। তার পর সেই কিডন্যাপারদের সাতে তার দেখা হয় । কিডন্যাপার ছিল ভাড়াটিয়। তারা টাকার বিনিময়ে তাকে ১৫ বাছর আটকে রাখে। কে তাকে আটকে রেখেছে ? কেন সে এমনটা করলো ? কি ভাবছেন এখানেই থ্রিল শেষ? না এখানে না। শেষের এক পর্যায়ে আপনি নিজে পাগলে হয়ে যাবেন। কি ছিল এটা ? কঠিন থেকে কঠিন আরো কঠিন এক প্রতিশোধ নেওয়া হয়েছ। যা কিনা আপনার চিন্তার বাইরে। রিয়েল লাইফে যেন কেউ এমন প্রতিশোধ না নেই সেই দোয়া করবেন মুভিটি দেখার পর।
নোট: মুভিটির সেন্সর ১৮+। পরিবারের সাথে দেখবেন না।
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Oldboy_(2003_film)
ফরগটেন(2017): ফরগটেন মুভি কুরিয়ান এক অন্যতম সেরা থ্রিলার মুভি। আপনি যদি নো মার্সি আর ওল্ড বয় দেখে থাকেন তাহলে এই মুভি দেখে এতটা মজা পাবেন না। বলতে পারেন এই মুভিতে সাউথের রাতসাসান থেকে কম থ্রিল আছে। তবে আপনার মাথা পাগল হবে। দুই ভাই আর মা বাবার হ্যাপি ফ্যামিলি। কিন্তু হঠাৎ একদিন বড় ভাই কিডন্যাপ হয়। পুলিশ আসে , গোয়েন্দারা চেষ্টা করে কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারে না। ১৯ দিন পর তার ভাই ফেরত আসে। তার পর সে লক্ষ্য করে রাত হলে তার ভাই কোথায় যেন যায় । তার পর সে বুজতে পারে ফিরে আসা লোকটা তার ভাই না। এটা তার মায়ের সাথে শেয়ার করে । পরের দিন জানতে পারে এটা তার মা ও না। তার বাবার সামনে দারিয়ে সে কাপতে থাকে। এটা কি তার বাবা? এখন প্রশ্ন হল তারা কারা। তার ভাই - মা - বাবা কোথায়। কি থ্রিল কি এখানেই শেষ ? না এখানে না। তার পর একের পর এক টুইস্ট দেখবেন শুধু। তাই জলদি দেখে ফেলুন মভিটি।
(সবগুলো মুভির বাংলা সাব আছে। নিজ দায়িত্ব ডাউনলোড করে দিন)
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Forgotten_(2017_film)
নো মার্সি(2010): নো মার্সি মুভি দেখেনি এমন থ্রিলার প্রেমি এখানে আছে কিনা আমার জানা নাই। আমার জীবনে দেখা অন্যতম সেরা থ্রিলার মুভি। এক ফরেসসিক ডাক্তার যে কিনা তার চাকরি জীবন থেকে অবসর নিবে। কিন্তু এলাকায় একটা মেয়ের ৬ টুকরু করা লাশ পাওয়া যায়। তার পর ঘটানাস্থলের আলামতে উপর বৃত্তি করে খুনিকে ধরা হয়। এ দিক দিয়ে আবার ডাক্তারের মেয়েকে কিডনাপ করে খুনি। তারপর জেলের ভিতর খুনি ডাক্তারকে শর্ত দেয় তাকে যাদি এখান থেকে না বের করা হয় তাহেলে তার মেয়েকে খুন করা হবে। এই কথাগুলো ডাক্তার আর খুনির ভিতরে থাকে। ডাক্তার কি মেয়েকে বাচানোর জন্য খুনিকে বের করবে? বের করলেও কি ভাবে করবে? মুভিতে ডাক্তারের প্রতি খুনিটা কঠিন এক প্রতিশোধ নেয় আবারো বলছি কঠিন প্রতিশোধ । যা দেখলে আপনার মাথা হ্যাং হবে। মানাসিক ভাবে অসুস্থও হতে পারেন। কি সেই প্রতিশোধ দেখতে হলে আপনা মুভিটি দেখতে হবে।
নোট: মুভিটির সেন্সর ১৮+। হার্ড দুর্বল লোক এই মুভি দেখবে না প্লিজ। পরিবারের সাথে দেখবেন না।
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/No_Mercy_(2010_film)
ওল্ড ম্যান(2003): মুভিটি বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ টি পুসষ্কার পেয়েছে। নো মার্সির মত ওল্ড ম্যান কুরিয়ান থ্রিলাম মুভি। এক মদ্যপ লোক যাকে কিডন্যাপার ধরে নিয়ে এক মাস - ২ মাস - ৩ মাস - ১ বছর -১০ বছর পনের বছর আটকে রাখে। সে নিজেও জানে না কেন তাকে আটকে রাখা হয়েছে। তার রুমে একটা টিভি ছিল একদিন খবরে দেখে তার বউ এবং মেয়ের খুন হয়েছে যেখানে তার হাতে ছাপ পাওয়া গেছে। সে কিছু বুজতে পারে না । কে তার সাথে এমন করছে। কেন করছে। তারপর সে তার জীবনে সকল পাপ কাজ লিখতে থাকে । তার পরও সে বুজতে পারে না কোন পাপের জন্য তাকে এখানে আটকে রাখা হয়েছে। তার পর পনের বছর পর তাকে ছাড়া হয় । সে প্রতিশোধের নেশায় জ্বলতে থাকে। তার পর সেই কিডন্যাপারদের সাতে তার দেখা হয় । কিডন্যাপার ছিল ভাড়াটিয়। তারা টাকার বিনিময়ে তাকে ১৫ বাছর আটকে রাখে। কে তাকে আটকে রেখেছে ? কেন সে এমনটা করলো ? কি ভাবছেন এখানেই থ্রিল শেষ? না এখানে না। শেষের এক পর্যায়ে আপনি নিজে পাগলে হয়ে যাবেন। কি ছিল এটা ? কঠিন থেকে কঠিন আরো কঠিন এক প্রতিশোধ নেওয়া হয়েছ। যা কিনা আপনার চিন্তার বাইরে। রিয়েল লাইফে যেন কেউ এমন প্রতিশোধ না নেই সেই দোয়া করবেন মুভিটি দেখার পর।
নোট: মুভিটির সেন্সর ১৮+। পরিবারের সাথে দেখবেন না।
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Oldboy_(2003_film)
ফরগটেন(2017): ফরগটেন মুভি কুরিয়ান এক অন্যতম সেরা থ্রিলার মুভি। আপনি যদি নো মার্সি আর ওল্ড বয় দেখে থাকেন তাহলে এই মুভি দেখে এতটা মজা পাবেন না। বলতে পারেন এই মুভিতে সাউথের রাতসাসান থেকে কম থ্রিল আছে। তবে আপনার মাথা পাগল হবে। দুই ভাই আর মা বাবার হ্যাপি ফ্যামিলি। কিন্তু হঠাৎ একদিন বড় ভাই কিডন্যাপ হয়। পুলিশ আসে , গোয়েন্দারা চেষ্টা করে কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারে না। ১৯ দিন পর তার ভাই ফেরত আসে। তার পর সে লক্ষ্য করে রাত হলে তার ভাই কোথায় যেন যায় । তার পর সে বুজতে পারে ফিরে আসা লোকটা তার ভাই না। এটা তার মায়ের সাথে শেয়ার করে । পরের দিন জানতে পারে এটা তার মা ও না। তার বাবার সামনে দারিয়ে সে কাপতে থাকে। এটা কি তার বাবা? এখন প্রশ্ন হল তারা কারা। তার ভাই - মা - বাবা কোথায়। কি থ্রিল কি এখানেই শেষ ? না এখানে না। তার পর একের পর এক টুইস্ট দেখবেন শুধু। তাই জলদি দেখে ফেলুন মভিটি।
(সবগুলো মুভির বাংলা সাব আছে। নিজ দায়িত্ব ডাউনলোড করে দিন)
বিস্তারিত: https://en.wikipedia.org/wiki/Forgotten_(2017_film)
Post a Comment