সাউথ ইন্ডিয়ান সেরা ৫ এ্যাকশান মুভি।
সাউথ ইন্ডিয়ান মুভি আমরা সাবাই দেখি। সাউথ ইন্ডিয়ান মুভিগুলো বলিউডকে টপকিয়ে হলিউডের সাথে পাল্লা দিচ্ছে। সাউথ ইন্ডিয়ায় অনেক এ্যাকশান জনরার মুভি পাবেন এর মধ্য থেকে ইউটিউবে পাওয়াবে যাবে এমন সেরা ৫ এ্যাকশান মুভি নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে। আপনি যদি এ্যাকশান মুভি লাভার হয়ে থাকেন তহেল এই মুভিগুলো দেখার পার আপনি আমােকে খুজবেন একটা ধন্যবাদ দেওয়ার জন্য । শুরু করা আগেই বলে নেই এটা কোন মুভি রিভিউ ভিডিও না। শুধু ৫ টা এ্যাকশান মুভির সাথে পরিচয় করিয়ে দেওয়া মাত্র। তহরে শুরু করা যাক।সেরা ৫ সাউথ ইন্ডিয়ান এ্যাকশান মুভি।
সাইডেননাইডু স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের ক্যারিয়ার অন্যতম সেরা মুভি। আল্লু অর্জুন এখন অবদি ৩টি ব্লকব্রাস্টার মুভি উপহার দিয়েছে এর মধ্য সাইডেননাইডু অন্যতম। এ্যাকশান আর কমেডি ভরপুর এই মুভিটি আপনি দেখতে বসলে এক সেকেন্ডের জন্যও স্কিন থেকে চোখ ফেরাতে পারবেন না। এই মুভির এ্যাকশানগুলো বার বার টেনে টেনে দেখতে ইচ্ছে করবে। এই মুভিটির পরিচালনায় ছিলেন সাউথের অন্যতম ডিসুম ডিসুম পরিচালক বয়াপতি শ্রীনু। এ্যাকশান মুভি লাভারদের জন্য এই মুভিটি বেস্ট। হিন্দি ডাবিংসহ মুভিটি পেয়ে যাবেন ইউটিউবে।
জয় নায়াকা জানাকী
আপনি যদি মনে করেন শুধু ফাইট দেখবেন তাহলে দেখে ফেলুন বেল্লামকোন্ডা শ্রীনীভ্যাস অভিনিত জয় নায়াকা জানাকি মু্ভিটি। এই মুভির সবথেকে ভাল দিক হল নায়কের ফ্যামিলি। যখনই পরিবারে কেউ বিপদে পরে তখনই ৩ বাপ ছেলে একসাথে জাপিয়ে পরে যুদ্ধের ময়দানে। ৩ বাপ ছেলে একসাথে ফাইট করে , বুজতেই পারছেন এই মুভিতে আপনার জন্য কেমন ফাইট অপেক্ষা করছে। এই মুভিতে সাউথের অন্যতম সেরা সেরা অভিনেতারা অভিনয় করেছে। এই মুভিটাও পরিচালনায় ছিলেন ডিসুম ডিসুম পরিচালক বায়াপতি শ্রীনু। এই এ্যকশান জনরার মুভিটি হিন্দি ডাবিং সহ পেয়ে যাবেন ইউটিউবে।
সন অফ সত্যায়ামুর্তি ২
রাম এর ক্যারিয়ারের অন্যতম সেরা মুভি সন অফ সত্যিয়ামুর্তি ২। আমরা সচরাচর মুভিতে দেখী বাবারা তার সন্তানদের কত ভালবাসে কিন্তু এই মুভিতে দেখবেন ছেলে তার বাবাকে কতটা ভালবাসে। মাসালা টাইপের এই মুভিতে রয়েছে প্রচুর এ্যাকশান। এই মুভির সব থেকে ভাল লাগার দিন হলে এ্যানর্জিটিক ডায়লগ। এই মুভির প্রতিটি ডায়লগ খাতায় লিখে রাখার মত। দেখতে বসলে না দেকে উঠতে মন চাইবে না । এই মুভিটি হিন্দি ডাবিং সহ পেয়ে যাবেন ইউটিউবে।
দ্যা রিটান অফ আবিমুন্নু
এ্যাকশান আর থ্রিলে ভরপুর এই মুভি যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি বলব এখনই দেখুন। দেখার পর কথা দিলাম আপনি আমাকে খুজবেন একটা ধন্যবাদ দেওয়ার জন্য । বিশালের ক্যারিয়ারের এই মুভিটি ২০১৯ সালে আলোচিত হয়। ব্যাংক এর টাকা হ্যাকিং নিয়ে তৈরি করা এই মুভিটির মূল থিম ছিল সমাজকে একটা মেসেজ দেওয়া । এই মুভিটি দেখার পর আপনার জীবনের বড় একটা ভুল থেকে বেড়েযে আসতে পারবেন। মধ্যবৃত্ত পরিবারের চিত্র্রও ফুটে তুলা হয়েছে এই থ্রিলার টাইপ মুভিতে। ইউটিউব থেকে এখনই দেখে নিন অসাধারন এই মুভিটি।
ডিজে
স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের অন্যতম এ্যাকশান মুভি ডিজে। ডিজে নামটা শুনে আপনার মনে হতে পারে কোন ড্যান্স এর মুভি এটা। আসলে এই ডিজে সেই ডিজে না। খারাপ মানুষদের শায়েস্তা করার ডিজে। এ্যাকশান আর এ্যাকশানে ভারপুর এই মভিটি যদি এখনো না দেখে থাকুন তাহলে ভিডিওটি দেখার পরই দেখতে বসে পরুন মুভিটি। এক সেকেন্ড এর জন্যও চোখ ফেরাতে পারবেন না মুভিটি থেকে। ইউটিউবে পেয়ে যাবেন মুভিটি।
Post a Comment