নুসরাত ফারিয়ার পারিশ্রমিক কত?

নুসরাত ফারিয়ার পারিশ্রমিক কত?

নুসরাত ফারিয়ার পারিশ্রমিক কত?.

নুসরা ফারিয়া মাজহার প্রথম উপস্থাপক এবং মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১৫ সালে আশিকি ছবির মধ্য দিয়ে তার বড় পর্দায় অবিষেক হয়। এই ছবির জন্য তিনি নবিন প্রথম আলো পুরষ্কার অর্জন করেন। আজকে কথা বলব এই সুন্দরী নায়িকার প্ররিশ্রমিক কত তা নিয়ে।প্রিয় তারকাদের অন্যন্যা জিনিসের পাশাপাশি তাদের পারিশ্রমিক কত তা জানার জন্যও আগ্রহ থাকে ভক্তদের। 


নুসরাত ফারিয়ার পারিশ্রমিক কত?.


নুসরাত ফারিয়া এখন অবদি ৯ টি ছবি উপহার দিয়েছে।বাংলাদেশী নায়িকা হিসেবে কলকাতার সুপার স্টার জিৎ এর সাথে একাধিকবার স্কিক শেয়ারের রেকর্ডটি তার জুড়িতে।এখন পর্যন্ত নুসরাত ফারিয়া বাংলাদেশী নায়িকা হিসেবে কলকাতায় সবথেকে বেশী ছবিতে অভিনয় করেছেন।বাংলাদেশী নায়িকা হয়েও দেশি সুপার স্টার সাকিব খানের সাথে মাত্র একবার স্কিন শেয়ার করেছে। বাংলাদেশী নায়িকাদের পারিশ্রমিক জানাটা খুব সহজ বিষয় না। নুসরাত ফারিয়া চলচিত্রে নতুন হলেও বর্তমানে পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষে রয়েছে তিনি। অন্যান্য নায়িকারা যেখানে ৪-৫ লাখ টাকা পারিশ্রমিকে ছবি করছে সেখানে নুসরাত ছবি প্রতি ১০-১২ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছে। বর্তমানে বাংলাদেশী নায়িকাদের মধ্য সবথেকে দামী নায়িকা হল নুসরাত ফরিয়া। সেীন্দর্য়র দিক দিয়েও তার ধারে কাছে কেউ নেই।নুসরাত ফারিয়াকে একটি বায়োপিক মুভির জন্য কাস্ট করা হয়েছে। যেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন। তার জন্য নিজেকে প্রস্তুতও করছেন তিনি। শেখ হাসিনার চরিত্র কতটুকু ফুটিয়ে তুলতে পারে এই নায়িকা এটাই দেখার বিষয়। নুসরাত ফারিয়াকে আপনার কেমন লাগে এবং তার কয়টা ছবি দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকে এই পর্যন্তই। 

Post a Comment

Previous Post Next Post